ProthomPremerGaan feat. Mirchi Somak & Pijush | Music Specials |  Bangla  Lyrics




Prothom Premer Gaan Lyrics |  Bangla  Lyrics


Song Credits...


Song : Prothom Premer Gaan

Vocals : Mirchi Somak & Pijush Das
Music & Lyrics : Pijush Das
Music Arrangements : Dipesh Chakraborty
Mixing, Mastering & Additional Programming : Sayak Hazra
Guitars : Krishanu


Prothom Premer Gaan Song Lyrics In Bangla



তুই রেখে দিলে আমি থেকে যেতে পারি
আর খামে ভরে ছায়াপথ রেখে যেতে পারি
ওই রাত জাগা তারা তোকে এনে দিতে পারি
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম..

তুই রাজি হলে চাঁদ মাটিতে নামাবো
তোর অযথা চোখের জল দুহাতে থামাবো
তোর হাসি খুঁজে দিতে জলে ডুবুরি নামাবো
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম..

এই প্রথম প্রেমের গান
তোর নামেই রেখে গেলাম,
এই প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম। 

এই প্রথম প্রেমের গান
তোর নামেই লিখে গেলাম,
প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম,
লিখে গেলাম, রেখে গেলাম।

তোর যত কথা আছে শুনে যেতে পারি
আর খামোকা স্বপ্ন মনে বুনে যেতে পারি
আমি যেকোনো সুপারহিরো বনে যেতে পারি
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম।

তুই রাজি হলে রামধনু নীল হবে
রাতে একা একা শুতে খুব মুশকিল হবে
পরে জনগণনাতে বেশ গড়মিল হবে
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম।

এই প্রথম প্রেমের গান
তোর নামেই রেখে গেলাম,
এই প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম। 

এই প্রথম প্রেমের গান
তোর নামেই লিখে গেলাম,
প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম,
রেখে গেলাম, থেকে গেলাম।


Bangla Lyrics

Prothom Premer Gaan Lyrics by Somak And Pijush :

Prothom Premer Gaan Song Is Sung by Mirchi Somak And Pijush Association With The Bong Studio Brings To You Prem Dot Com Music Specials Vol 1. Music Arrangements by Dipesh Chakraborty. Mixing, Mastering And Additional Programming by Sayak Hazra.