Preme Pora Baron Lyrics (প্রেমে পড়া বারণ) Sweater | Lagnajita Chakraborty| Bangla Lyrics



Preme Pora Baron Lyrics from Sweater :) Bangla  Lyrics

Preme Pora Baron Song Is Sung by Lagnajita Chakraborty from Sweater Bengali Movie 2019.
Starring: Ishaa Saha, Sourav Das, Sudiptaa Chakraborty, Kharaj Mukherjee, Sreelekha, June.
Music composed And Penned by Ranajoy Bhattacherjee. This Film Based on ‘Wool Kaata’ a short
story by Joeeta Sengupta.

Song Credits:)

Song name: Preme Pora Baron Singer - Lagnajita Chakraborty Music composer - Ranajoy Bhattacharjee Lyrics - Ranajoy Bhattacharjee Music arrangement,programming and music production - Ranajoy Bhattacharjee Guitar - Raja Chowdhury Violin - Rohan Roy Recorded by Neel Basu at Sonic Solution Studio. Mixing and mastering - Anirban Ganguly



 Preme Pora Baron Lyrics In Bengali :)



প্রেমে পড়া বারণ, কারণে অকারণ

আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।



তোমায় যত গল্প বলার ছিলো,
তোমায় যত গল্প বলার ছিলো,
সব পাঁপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিলো।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারন।



প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই ময় চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।



শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।



প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ।

                                          Na Thaka Jure Lyrics | না থাকা জুড়ে