Oporadhi Lyrics Bangla | Ankur Mahamud Feat Arman Alif | Bangla New Song 



All  Credits...

Produced by Kachi Ahmed. Song: Oporadhi Singer: Arman Alif Lyrics & Tune: Arman Alif Guitar: Shihab rayhan Music: Ankur Mahamud Starring: Anan, Sumaiya Anjum, Tuhin Chowdhury DoP: Johir Rayhan A/DoP: Shuvo Light Gaffer: Md Ziaur Rahman Production Manager: Sumon Patwary Makeover: Akash, M A Sagor Rana Edit & Color: Shamim Hossain Story: Eagle Team Graphic Design: Nadia Post: Eagle Creative House Label: Eagle Music Direction: Eagle Team

OPORADHI (অপরাধী) SONG BANGLA LYRICS 



একটা সময় তোরে আমার সবই ভাবিতাম

তোরে মন পিঞ্জরে যতন করে

আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা
দুঃখ পুষাইতাম,
তুই কাঁদলে পরে কেমন করে
হারাইয়া যাইতাম(x2)


ওরে মনের খাঁচায় যতন কইরা

দিলাম তোরে ঠাঁই,
এখন তোর মনেতেই আমার জন্য
কোন জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে
পুষলাম পাখি-রে
তুই যা রে যা উইড়া যা রে
অন্য খাঁচাতে

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে..



তোরে  স্কুল পলাইয়া একটা নজর 

দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমায় 

আবেগ কিনিতাম

অরে রাইত এর পর রাইত জাগিয়া 
গান লিখিতাম
আমার সেই গানেরও সুরে তোরে 
খুঁজিয়া লইতাম(x2)

এখন একলা একা সময় গুলো
কাটাই কেমনে
এত ভালোবাসার পরেও আমার 
কম কি ছিল রে ?
রোজ  রাইতে আমায় জোনাক পোকা 
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা

দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার

অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে..
re re re, rari re re re re..

তোর নামের পাশে সবুজ বাতি 
আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর 
মায়া লাগায় না
কারো হাসি মুখের ছবি দেইখ্যা 
ঘুম আর ভাঙ্গে না
কেউ আর flexiload এর দোকানটাতেও
ভিড় জমায় না(x2)

এখন তারার মতো জ্বলে নেভে কষ্টগুলা রে
আমি গিটার এর সুর সাথে লইয়া
ভালোই আছি রে
রোজ  রাইতে আমায় জোনাক পোকা 
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে 
কেউ তো করো নয়

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে.. (x2)

Oporadhi Lyrics In Bangla.....