Ghunpoka Lyrics (ঘুনপোকা) Jisan Khan Shuvo - Jisan Khan Shuvo Lyrics


Singer Jisan Khan Shuvo


Song Credits.......
Song: Ghunpoka ( ঘুনপোকা )
Lyric, Tune & Voice: Jisan Khan Shuvo
Music: Torik

Video Director, DOP, Editor & Color: Chandan Roy Chowdhury

Cast: Tapash Roy & Prothama
Label: Dhruba Music Station



Ghunpoka Lyrics (ঘুনপোকা) is a new sad song released in Bangladesh. Dhruba Music Station is the label o the song. Lyric, Tune & Voice by Jisan Khan Shuvo. Casts areTapash Roy & Prothama. So, enjoy this heart wrenching amar moner gopon ghore ghunpoka dhoirache lyrics in Bangla





Ghunpoka Lyrics Bangla

আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে।

হে আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে
কইরা স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?

ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে,
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উড়ে।
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উরে
স্বপ্ন গুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?

ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে,
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলি না রে।
ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলিনা রে
স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে.