Tumi Shudhu Amar | IMRAN | PUJA | Tawsif | Neel | Official Music Video | Bangla New Song 2020 - Imran Mahmudul & Badhon Sarker Puja Lyrics




Song Credit...

Song: Tumi Shudhu Amar (তুমি শুধু আমার)

Singer: Imran Mahmudul & Badhon Sarker Puja

Lyric: Kabir Bakul
Album: Tumi Shudhu Amar
Tune & Music: Sajid Sarker
Label: Central Music and Video [CMV]


                     Tumi Shudhu Amar Song Lyrics In  Bangla


তোমাকে না দেখে থাকা যাবে না
জানি তোমাকে ছাড়া কিছু মন ভাবে না।
যেভাবে দূর আকাশে মেঘেরা ভাসে
পাগল এ রং ছড়িয়ে ফুলেরা হাসে।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।

রাত জাগা চাঁদ দু'হাতে, ঢেলেছে জোছনা
একমুঠো নীল তারাতে কবিতা রচনা।
এ যেন এক সুখেরই শুভ সূচনা
প্রেমেরই গেয়ে যাই এসো দু'জন।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।

যায় চলে যায় সময়ের ঘড়িটা গড়িয়ে
মন আবেগে তোমাকে নিয়েছে জড়িয়ে।
পৃথিবী আজ হেসেছে আলো ছড়িয়ে
দুজনে আজ মিলেছে বাধা সরিয়ে।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, এক জীবনে।

Tumi Shudhu Amar Lyrics by Imran And Puja :

Tumi Shudhu Amar Song Is Sung by Imran Mahmudul And Puja. Starring: Imran, Neel Hurerzahan, Tawsif Mahbub And Badhon Sarker Puja. Music Composed by Sajid Sarker And Tomake Na Dekhe Thaka Jabe Na Lyrics In Bengali Written by Kabir Bakul