আয় ফিরে আয় - Jio Jamai -Hiran & Ishani Ghosh - Palak Muchhal & Rayan Roy Lyrics - Palak Muchhal & Rayan Roy Lyrics


Singer Palak Muchhal & Rayan Roy
Music Dev Sen
Song Writer Rivo
Cast: Hiran & Ishani Ghosh
Production House: Jyoti Production, Kolkata Producer: Joydeb Mondal 
Director: Nehal Dutta 

বোঝেনা আজ এ মন , এ কেমন জ্বালাতন

এই ভিড়েও কেনো তোমায় খোঁজে

আজ লাগে খুব একা, পাইনা তোমার দেখা



এ দু চোখ যাচ্ছে শুধুই ভিজে

বুঝি বোধ হয় সব অভিনয়

এ প্রেম শুধু আমায় কাদায়

আয় ফিরে আয় আয় ফিরে আয়

ঘুম আসে না চোখের পাতায়

আয় ফিরে আয় আয় ফিরে আয়

ঘুম আসে না চোখের পাতায়।

চুপি চুপি এ মন খুঁজেছে সারাক্ষণ

তোমার নাম এর কবিতা

হাত ছুয়েছে বল, একটু ঘুম জড়ানো

দিচ্ছে সারা আজ আমায়।

পেলাম আবার এমন করে

দিল সারা মনের কোণে

আমি আছি আমি আছি

তোমার মনের কাছ কাছি

আমি আছি আমি আছি

তোমার মনের কাছ কাছি

বলেছি বার বার তুমি সুধু আমার

পারবো না তোমায় ছাড়া।।

হেঁটেছি পায়ে পায়, দু চোখের ইশারায়

আমাকে দেয় পাহারা

এসো ফিরে এমন করে

তুমি আমি আর কেউ তহ নেই

আয় ফিরে আয় আয় ফিরে আয়

ঘুম আসে না চোখের পাতায়

আয় ফিরে আয় আয় ফিরে আয়

ঘুম আসে না চোখের পাতায়